মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধ মজুদকৃত ৬’শ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
রবিবার বিকালে উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আবু কালামের বাড়ি থেকে ৬০০ কেজি চালসহ খাদ্য অধিদপ্তরের ৩০ কেজির বস্তাগুলো জব্দ করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা পরিষদের পাশে অবস্থিত আবু কালাম ও সিএনজি চালক আবু হোসেনের বাড়ি থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ২০ বস্তা (৬’শ কেজি) চাল জব্দ করা হয়। তবে তারা চালগুলো ক্রয় করে এনেছেন বললেও কোনো প্রকার রশিদ দেখাতে পারেননি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি