দেশের বিভিন্ন স্থানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। সেই সাথে বাড়ছে মৃতের সংখ্যাও।
আজ (সোমবার) সকালে, নোয়াখালী জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান জানান, জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু ও নতুন করে ৮ জন সনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে এবং মোট আক্রান্ত হয়েছেন ১০০৯ জন।
নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলা করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল থেকে ২৩শে জুন পর্যন্ত কঠোর লকডাউনের ঘোষণা দেয়া হয়েছে বলে তিনি জানান।
এদিকে, ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে ঝালকাঠির নলছিটিতে দুইজনের মৃত্যু হয়েছে। সকালে তিমিকাঠি গ্রামে একজন এবং কুমারখালী গ্রামের অপরজনের মৃত্যু হয় বলে জানান সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার।
নিউজ ডেস্ক/বিজয় টিভি