গাজীপুর টঙ্গীর নিমতুলি এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে দশ বছরের এক শিশু নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, চলন্ত ট্রেনের উপর দৌড়াদৌড়ির সময় পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই ওই শিশুটির মৃত্যু হয় ।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী একটি বাস ও কভার্ড ভ্যানের সংঘর্ষে আজাদ হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন।
ভোরে বনপাড়া-হাটিকমরুল মহাসড়কের কাছিকাটা টোল প্লাজা এলকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের সদর হাসপাতাল সহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি