গাজীপুরের শ্রীপুরে একটি আঞ্চলিক সড়কের বেহাল দশার কারণে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ। প্রায় চার বছর ধরে রাস্তার সংস্কার কিংবা কোনরকম কাজ না হওয়ায় ভেঙে পড়েছে যাতায়াত ব্যবস্থা।
ফলে রাস্তাটিতে সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাচল করাও অনেকটা দুষ্কর হয়ে পড়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় প্রকৌশলী অফিসের নানা দুর্নীতি কারসাজিতে রাস্তাটির কাজ হচ্ছে না।
তবে উপজেলা এলজিইডির উপসহকারি প্রকোশলী মাসুদ উল রহমান বিষয়টি অস্বীকার করে বলেন, রাস্তাটির টেন্ডার ও ঠিকাদার চূড়ান্ত হয়ে গেছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই কাজ শুরু হবে।
এ বিষয়ে স্থানীয় সাংসদ ইকবাল হোসেন সবুজ জানান, করোনা সংকট কেটে গেলেই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি