দেশে প্রতিদিনই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সেই সাথে বাড়ছে মৃতের সংখ্যাও।
সকালে, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫২৪ জনে।
এছাড়া, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান জানান, জেলায় নতুন করে আরও ২৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৩১৯ জনে।
এদিকে, নোয়াখালীর সিভিল সার্জন মোমিনুর রহমান গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৬ জনের করোনা শনাক্ত হওয়ায় বিষয়টি নিশ্চিত করে জানান, এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪০ জনে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি