কুষ্টিয়ার ভেড়ামারায় কোচিং সেন্টার চালু রাখার দায়ে রাশেদুল ইসলাম নামে এক কোচিং সেন্টারের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৫ জুন) সকালে এ অভিযান পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ। তিনি জানান, সরকারি নির্দেশনা না মেনে উপজেলার গোলাপনগর বাজারে কোচিং সেন্টার চালু রাখা ও শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলার দায়ে রাশেদুল টিচিং হোম এর মালিক রাশেদুল ইসলামকে জরিমানা করা হয়।
এছাড়া মুখে মাস্ক ব্যবহার না করার কারণে তিনজনকে ৭০০ টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি