সুনামগঞ্জের পাঁচ উপজেলার ১৫টি এলাকাকে আজ থেকে রেড জোন করেছে প্রশাসন।
তাই সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে কঠোর অবস্থানে ছিল পুলিশ। মাস্ক ছাড়া কাউকে বাইরে দেখলে তাকে আবার বাসায় গিয়ে মাস্ক পরে আসার জন্য বাড়িতে পাঠানো হচ্ছে।
এমন কি যানবাহনেও একজনের বেশি দুজন উঠতে দেখা গেলে তাদের নামিয়ে দেয়া হচ্ছে। বন্ধ করে দেয়া হচ্ছে সকল দোকান পাট।
এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন জানান, সুনামগঞ্জে দিন দিন করোনার সংখ্যা বেড়েই চলছে, তাই মানুষকে সচেতন করতে আমরা সকাল থেকে শহরে অভিযান চালাচ্ছি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি