গতি, সেবা, ত্যাগ-এই শ্লোগানে মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর আয়োজনে নৌমহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পাটুরিয়াঘাটে পদ্মা নদীতে এই নৌমহড়া অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে নৌ মহড়ায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।
এ সময় নানা শ্রেণি পেশার ৫ শতাধিক জনগণ উপস্থিত ছিলেন। লঞ্চ দূর্ঘটনায় পতিত হয়ে পানিতে পড়ে ডুবে গেলে ও অগ্নিকান্ড ঘটলে তা থেকে পরিত্রানের কলাকৌশল এই মহড়ায় শেখানো হয়। এতে ডুবুরীসহ সিভিল ডিফেন্সের ৪০ জন সদস্য অংশগ্রহণ করে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি