জেলার সীতাকুণ্ডে ইয়াবা বহনের সন্দেহে এক ব্যক্তির শরীরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের স্বর্ণের বার।
বুধবার সন্ধ্যায় উপজেলার ভাটিয়ারীতে এ অভিযান চালানো হয়।
অভিযানে স্বর্ণসহ গৌতম বণিক (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি ফেনীর ফুলগাজী পৌরসভা এলাকার উত্তর বড়ইয়াধীনের ফণি লাল বণিকের ছেলে।
পুলিশ জানায়, গোপন সূত্রে ইয়াবার চালানের খবর পেয়ে ভাটিয়ারীতে বাসের টিকিট কাউন্টারের সামনে গৌতমের শরীর তল্লাশি করা হয়। এ সময় তার কাছে ইয়াবার বদলে পাওয়া যায় ১২টি স্বর্ণের বার। যার ওজন ১২০ ভরি। এগুলোর বাজার মূল্য ৬৯ লাখ ৬০ হাজার টাকা।
এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বলেন, গৌতমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সূত্র: ইউএনবি