রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।
মৃত দু’জনের মধ্যে ড. মো. শহীদুল্লাহ (৫৫) নামে একজনের বাড়ি রাজশাহীতেই। কয়েকদিন আগে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। শনিবার (২০ জুন) সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত অন্যজনের নাম হাফিজুর রহমান (৪৭)। তার বাড়ি পাবনা সদর উপজেলার দোগাছি গ্রামে।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
নিউজ ডেস্ক/বিজয় টিভি