সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় এক ভাইয়ের হাতে খুন হয়েছেন আরেক ভাই। নিহতের নাম মো: দুলাল মিয়া।
আজ (শনিবার) দুপুরে, এ হত্যকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক রাসেল মিয়াকে আটক করে। পুলিশ জানায়, নিহত দুলাল মিয়ার সাথে তার সৎ ভাই রাসেল মিয়ার বাড়িতে একটি টয়লেট বানানোকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে রাসেল মিয়া ধারালো অস্ত্র দিয়ে দুলাল মিয়াকে আঘাত করলে দুলাল মিয়া ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক রাসেলকে আটক করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।