সিলেটে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিদিন গড়ে অর্ধশতাধিকের ওপরে আক্রান্ত থাকলেও গত এক সপ্তাহে কমেছে মৃত্যুর হার।
গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৪৮ জনের করোনা শনাক্ত হলেও মৃত্যু ঘটেনি কারো। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো প্রায় ১ হাজার ৭শ’র কাছাকাছি। এদিকে, সিলেটে করোনার ক্ষতিকর প্রভাব জনসাধারণের মাঝে আতংক সৃষ্টি করলেও পুরোপুরি সচেতন করতে পারেনি।
নগরীর চায়ের দোকান ও হাটবাজার সর্বত্রই লোকজনের ব্যাপক সমাগম। নেই কোন সামজিক দূরত্ব। মানছেন না কেউ স্বাস্থ্যবিধি। এমন অবস্থা চলতে থাকলে করোনার প্রভাবে সিলেটে ভয়াবহ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নগরবাসী ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি