সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা স্লুইস গেট সংলগ্ন ১ হাজার ২৫০ মিটার রিং বাঁধ ভেঙ্গে ৫ জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বন্যার পানির চাপে এটি ভেঙ্গে গেছে।
এতে শাহজাদপুর উপজেলা সহ চলনবিল অঞ্চলের ৫ জেলার ১৪টি উপজেলার বিস্তৃর্ণ এলাকা বন্যার পানিতে ডুবে গেছে। এতে তেমন ফসলহানি না হলেও শুকনো খড়, সবজি ক্ষেত ও বিস্তীর্ণ গো-চারণ ভূমি আগাম বন্যার ডুবে ব্যাপক ক্ষতি হয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, শাহজাদপুর সহ চলনবিল অঞ্চলের ফসল রক্ষার্থে অস্থায়ীভাবে এ বাঁধটি নির্মাণ করা হয়েছে। এ অঞ্চলের জমি থেকে সব ধান কাটা শেষ হয়ে গেছে। ফলে বাঁধটি ভেঙ্গে গেলেও কৃষকের কোন ক্ষতি হয়নি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি