সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে চার কেজি ৫৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে বিজিবি।
রবিবার ভোর ৫টার দিকে কেড়াগাছি গফফারের ঘাট এলাকা থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দীন খন্দকার জানান, স্বর্ণ চোরাচালান হচ্ছে এমন গোপন সংবাদে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। কাকডাঙ্গা বিওপির টহল কমান্ডার হাবিলদার নূর আলমের নেতৃত্বে টহল দলটি বাংলাদেশের অভ্যন্তরে কেড়াগাছি গফফারের ঘাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২৪টি স্বর্ণের বার উদ্ধার করে। যার ওজন চার কেজি ৫৪০ গ্রাম। উদ্ধারকৃত এ স্বর্ণের বর্তমান বাজারমূল্য দুই কোটি ৬৮ লাখ ৫২ হাজার ৬৮৫ টাকা।
অভিযানকালে কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি এবং সীমান্তে বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান মহিউদ্দীন খন্দকার। ইউএনবি