সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে চার কেজি ৫৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে বিজিবি। ভোরে, কেড়াগাছি গফফারের ঘাট এলাকা থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি বিজিবির টহল দলটি।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দীন খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় সেখান থেকে ২৪টি স্বর্ণবার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। যার বাজারমূল্য দুই কোটি ৬৮ লাখ ৫২ হাজার টাকা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি