ঈদে ঘরমুখো যাত্রীদের ঢল নেমেছে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে। ভোরের আলো ফুটতে না ফুটতে লঞ্চ, স্পীডবোট ও ফেরিতে যাত্রীদের ভীড় বাড়তে থাকে কাঁঠালবাড়ি-শিমুলিয়ায়। অনেকেই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট কেটে কাঁঠালবাড়ি ঘাট থেকে বাসে চড়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছছেন।
এদিকে ঘাট এলাকায় যাত্রীদের নিরাপত্তায় র্যাব, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের কর্মীসহ দুই শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সার্বক্ষনিক কাজ করছে। এছাড়া যাত্রী হয়রানী বন্ধে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক ভ্রাম্যমাণ আদালতের টিম কাজ করছে। পাশাপাশি বাড়তি ভাড়া নেয়া বন্ধে প্রশাসনের পক্ষ থেকে বাড়ানো হয়েছে নজরদারি।
কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ১৭টি ফেরি, ৮৭টি লঞ্চ ও দেড় শতাধিক স্পীডবোট দিয়ে ঈদে যাত্রী ও যানবহান পারাপার করা হচ্ছে।
বিজয় টিভি/ নিউজ ডেস্ক