নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরপার্টস ব্যবসায়ী হেকমত আলী হত্যা মামলার আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ (শুক্রবার) দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায় এ কর্মসূচি পালন করে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কাঞ্চন পৌর কাউন্সিলর রোকন উদ্দিন, মফিকুল ইসলাম, আবু নাঈম, হাফিজুর রহমান ও নিহতের স্ত্রী রোকসানা বেগমসহ অনেকে।
এ সময় হত্যা মামলার আসামি রফিকুল ইসলাম সবুজ ও মামলার অন্য আসামিদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি