করোনাভাইরাস সংক্রমণের দীর্ঘদিন পর চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কোনো আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়নি। অপরদিকে, নতুন করে সুস্থ্ হয়েছেন আরো ২৫ জন।
আজ (শনিবার) সকালে, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
সরকারি-বেসরকারি ৬টি ল্যাব এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে মোট ১ হাজার ৩২৩টি নমুনা পরীক্ষায় এ ফলাফল আসে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৬৬৮ জনে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি