কোরবানী দিন থেকেই দেশের অন্যতম বৃহত্তম নাটোরের চকবৈদনাতের চামড়ার আড়তে জমে উঠেছে চামড়ার কেনাবেচা।
তবে ন্যায্য দাম না পাওয়ায় লোকসানের মুখে পড়েছেন মৌসুমি ক্ষুদ্র ব্যবসায়ীরা। চামড়া কেনাবেচার পাশাপাশি এখন ব্যস্ত প্রক্রিয়াজাতকরনে। জেলার বিভিন্ন স্থানে গ্রাম গঞ্জে থেকে কোরবানী পশুর চামড়া ক্রয় করে জেলার চকবৈদনাতের বড় আড়তে চামড়া বিক্রি করতে এসে লোকশান গুনতে হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের।
এছাড়াও নাটোরের বাহিরের জেলা নওগা ও রাজশাহীর ব্যবসায়ীরাও নাটোরের চামড়া বিক্রয় করতে এসে ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ করেছেন।
এদিকে ঢাকার ট্যানারী মালিকদের কাছ থেকে টাকা না পাওয়ায় বিপাকে রয়েছেন নাটোরের ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানান, সরকারের বেধে দেওয়া দামের চেয়ে বেশী দামে চামড়া কিনছেন তারা।তবে ট্যানারী মালিকরা দাম বেশী না দিলে পথে বসতে হবে তাদেরও। একি কথা জানান ব্যবসায়ী নেতারাও।
এদিকে চামড়া পাচার রোধে কঠোর অবস্থানে রয়েছে প্রসাশন। এবার নাটোরে ২৫ লাখ কাঁচা চামড়া সরবরাহ করবে ট্যানারীগুলোতে যার বাজার মূল্য কয়েকশো কোটি টাকা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি