মাদারীপুরের রাজৈর থানার অফিসার ইনচার্জ মো. শওকত জাহানকে জেলার পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
গতকাল এই আদেশ জারি করে মাদারীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান। পরে বিকেলে এই চিঠি পৌঁছে দেয়া থানা কার্যালয়ে। তবে, সেখানে নতুন কাউকে অফিসার ইনচার্জ হিসেবে এখনো দেয়া হয়নি।
বিষয়টি নিশ্চিত করে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হান্নান জানান, ওসি শওকত জাহানকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। কি কারনে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে এর কারনে জানতে চাইলে তিনি জানান, এটা পুলিশের নিয়মিত বিষয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি