করোনায় আকান্ত হয়ে গাজীপুরের কালিয়াকৈর ও উপসর্গ নিয়ে ঝালকাঠিতে ২ জনের মৃত্যু হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈরের খোলারটেকি এলাকায় করোনা আক্রান্ত হয়ে শামসুল হক নামে এক জনের মৃত্যু হয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, ১৪ দিন আগে করোনা শনাক্ত হলে তাকে হোম আইসোলেশনে রাখা হয়। আজ ভোরে তার মৃত্যু হয়।
এদিকে, ঝালকাঠির রাজাপুরে করোনা উপসর্গ নিয়ে আনোয়ার হোসেন নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। গত এক সপ্তাহ ধরে তিনি জ্বর, বুক ব্যাথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি