পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে স্থানীয় ব্যাংক-বীমা ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশের সচেতনতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (রোববার) শেরপুর সদর থানায় এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল মো. আমিনুল ইসলাম।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেনের সঞ্চালনায় স্থানীয় বিভিন্ন ব্যাংক কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ নির্বিঘ্নে ঈদ বাজারে সুষ্ঠুভাবে ব্যবসা ও আর্থিক লেনদেন পরিচালনা করার মতামত প্রকাশ করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি