ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে করোনা শনাক্তে পিসিআর ল্যাবের উদ্বোধন করা হয়েছে।
আজ (সোমবার) দুপুরে, সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সাংসদ তোফায়েল আহমেদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি আসন্ন ঈদে এক স্থান থেকে অন্য স্থানে না গিয়ে, যার যার অবস্থান থেকে ঈদ উৎসব উদযাপনের জন্য অনুরোধ জানান।
ল্যাবটি চালুর মধ্য দিয়ে ভোলাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান হলো। এ মেশিন দিয়ে প্রতিদিন গড়ে ১৮৮টি নমুনা পরীক্ষা করা সম্ভব হবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি