যমুনা নদীর পানি সিরাজগঞ্জ ও কাজিপুর পয়েন্টে অস্বাভাবিক হারে বেড়েই চলেছে। এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।
বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ১৪ দশমিক ০৬ মিটার রেকর্ড করা হয়েছে যা বিপদসীমার ৭১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত।
অপরদিকে, কাজিপুর পয়েন্টে রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ২৪ মিটার। যা বিপদসীমার ৯৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে জেলার ৫টি উপজেলার ৩৫টি ইউনিয়নের নিম্নাঞ্চলের প্রায় দেড় লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি