গাইবান্ধা জেলার সব নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি পয়েন্টে বিপদসীমার ১১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
অব্যাহত পানি বৃদ্ধির ফলে জেলা সদর, সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ২৬টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দি রয়েছে।
পানির তীব্র স্রোতে নদী ভাঙন শুরু হয়েছে। এতে করে বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো হুমিকর মুখে পড়েছে। এছাড়া তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি, রাস্তা-ঘাট ও আবাদি জমি।
ভেসে গেছে কয়েক হেক্টর পুকুরের মাছ। গাইবান্ধা জেলা জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোলরুম খোলা হয়েছে। সেই সঙ্গে বন্যার্ত মানুষদের ত্রাণ সামগ্রী দেওয়াসহ তাদের নানাভাবে সহয়তা দেওয়া হচ্ছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি