ময়মনসিংহ নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অটো চোর সিন্ডিকেটের ৬ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
৫টি অটোসহ তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন, জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ।
তিনি জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে ময়মনসিংহের বিভিন্ন এলাকা হতে গরীব অসহায়দের একমাত্র আয়ের উৎস অটোরিক্সা চুরি করে আসছিল। তাদের জিজ্ঞাসাবাদে আরো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
তাই তাদের আদালতে সোর্পদ করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি