গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নিখোঁজের একদিন পর নদী থেকে আলী শেখ (৫০) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
রোববার (২৬ জুলাই) সকালে উপজেলার মহেশপুর নলেয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শনিবার দুপুরে মহেশপুর এলাকার নলেয়া নদীতে গরুকে গোসল করতে নিয়ে যায় আলী শেখ।
কিছুক্ষণ পর গরুটি বাড়ি ফিরে আসলেও, আলী শেখ বাড়িতে ফিরেনি। এরপর তাকে খোঁজাখুঁজি করা হয়। ওই নদীর পানিতে ডুবে যাওয়ার সন্দেহে গাইবান্ধা ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল নদীতে উদ্ধার অভিযান চালিয়ে আলী শেখের মরদেহ উদ্ধার করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি