আলোচিত প্রতারক সাহেদ করিমকে সাতক্ষীরার দেবহাটা উপজেলা থেকে অস্ত্র ও গুলিসহ আটকের ঘটনায় দায়ের হওয়া মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সাতক্ষীরার আদালত।
আজ (রোববার) দুপুরে, সাতক্ষীরার আমলী আদালত-৩ এর বিচারক রাজীব রায় তার এ রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা খুলনা র্যাব-৬ এর আওতাধীন সাতক্ষীরা র্যাব ক্যাম্পের রেজাউল করিম মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন। ভার্চুয়াল পদ্ধতিতে শুনানি শেষে বিচারক রাজীব রায় তার রিমান্ড মঞ্জুর করেছেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি