চট্টগ্রামে নতুন করে সুস্থ হয়েছেন ৭২ জন করোনা আক্রান্ত রোগী। এ নিয়ে সুস্থ হলেন ২ হাজার ৪৪ জন।
আজ (মঙ্গলবার) সকালে, সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের ৬টি ল্যাবে ও কক্সবাজার মেডিকেল কলেজে ৮০৬ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১০৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
তার মধ্যে নগরীর ৮৮ জন ও বিভিন্ন উপজেলার ২০ জন রয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৯৭৬ জনে। এছাড়া, নতুন একজনসহ এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২২৯ জনের।
নিউজ ডেস্ক/বিজয় টিভি