চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ রিপন মিয়া ও ওবাইদুর ইসলাম নামে দুই জনকে আটক করেছে র্যাব।
গতকাল গভীর রাতে উপজেলার গোপালপুর ব্রিজের পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে, গ্রেপ্তার দেখিয়ে সকালে শিবগঞ্জ থানা হাজতে পাঠানো হয়। চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের অধিনায়ক জানান, গোপালপুর ব্রিজের ১০০ গজ দূরে সাদ্দামের একটি আমবাগানে দুইজনের উপস্থিতি ও গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব তাদেরকে আটক করে তল্লাশি চালায়।
এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলিসহ নগদ ১ হাজার ৪’শ টাকা উদ্ধার করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি