ঝালকাঠিতে নির্মাণাধীন ৪ তলা ভবনের ছাদ থেকে পড়ে নূর হোসেন নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ (বুধবার) সকালে শহরের সরকারি মহিলা কলেজ সংলগ্ন বাড়ইবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চারতলা ওই ভবনটির নির্মাণ কাজ চলছে। মোঃ নূর হোসেন সকালে এ ভবনের ছাদে মাঁচা বাঁধতে গিয়ে পা ফসকে রাস্তায় পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি