প্রবল স্রোতের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল মারাত্মভাবে ব্যাহত হচ্ছে।
গতকাল শিমুলিয়ার ৩ নম্বর রো-রো ফেরিঘাটটি পদ্মার প্রবল স্রোতের কারণে নদীতে বিলীন হয়ে যাওয়ায় এ নৌরুটে রো-রো ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিসির উপ মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, সকাল থেকে শিমুলিয়া ৩ নম্বর ঘাটের ভাঙন এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে। ঘাট মেরামতের জন্য সাড়ে চার হাজার শ্রমিক কাজ করছে।
এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় শিমুলিয়া ঘাট এলাকায় ছোট-বড় মিলিয়ে ৩ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি