কুমিল্লার হোমনা-মুরাদনগর সড়কের কাশিপুর পূর্বপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে।
নিহতরা হলেন- মোটরসাইকেল চালক মুরাদনগর উপজেলার ঘোড়াশাল গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো. শাহাবুদ্দিন (৩০) ও আরোহী একই এলাকার হাজী আবুল হাশেমের ছেলে মো. রাজু (২৫)।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বুধবার সন্ধ্যার দিকের এই দুর্ঘটনায় নিহত শাহাবুদ্দিন ক্যাবল নেট অপারেটিংয়ের ব্যবসার সাথে জড়িত। তার বন্ধু রাজুকে নিয়ে এই এলাকায় এসেছিল।
তিনি আরও বলেন, দুর্ঘটনাস্থলে রাস্তার দুই পাশ থেকে দুটি শিশু দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল, তাদের বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ওই ট্রাক্টরের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলেও ওসি জানান। সূত্র: ইউএনবি