সাতক্ষীরা সদরের বাশদহা ইউনিয়নের কয়ারবিলে বন্দুকযুদ্ধে লিয়াকত আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে দশটি মামলা রয়েছে।
আজ (বৃহস্পতিবার) ভোররাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত লিয়াকত আলী সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা গ্রামের মৃত. মোসলেম আলী সরদারের ছেলে।
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দীন জানান, ভোররাতে কয়ারবিল এলাকায় দুই পক্ষের গোলাগুলির সংবাদ পেয়ে সদর থানার ওসি আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি