রাত পোহালেই পবিত্র ঈদ উল আজহা। আপনজনের সঙ্গে ঈদ উৎসব করতে গ্রামের বাড়ি যাচ্ছেন দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ।
ফলে সকাল থেকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। যাত্রীর চাপ দেখা দিয়েছে অত্যাধিক।
যাত্রীদের সামাল দিতে জেলা প্রশাসন, জেলা পুলিশ, নৌপুলিশ, ট্রাফিক পুলিশ, বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ কতৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে।
এদিকে, যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি ফিরতে যাতে কোন অসুবিধা না হয় সেদিক খেয়াল রেখেই বিভিন্ন দপ্তর কাজ করছে বলে জানিয়েছেন মাওয়া ট্রাফিক ইনচার্জ মো.হিলাল উদ্দিন ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি