ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জামাআতে মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)।
র্যাব-১৪’র একটি দল শুক্রবার বিকেল ৫ টার দিকে ময়মনসিংহ জেলার চরপাড়া এলাকা থেকে তাদের আটক করে।
আটকরা হলেন, মো. আনাম আলী (২৪) ও মো. ইউসুফ আলী ওরফে লাল চাঁন (৩৫)।
আটক আনাম আলীর পিতার নাম মো. মোস্তফা। বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার মলাজানি গ্রামে।লাল চাঁন একই থানা ও গ্রামের মোসলেম উদ্দিনের পুত্র।
শুক্রবার রাতে র্যাব-১৪ এর সিনিয়র এএসপি (মিডিয়া) মো.তফিকুল আলম জানান, গ্রেফতারকৃতরা মুক্তাগাছা থানার একটি মামলার পলাতক আসামি। তাদের বিরুদ্ধে গত ১ জুলাই সন্ত্রাস বিরোধী আইনে মুক্তাগাছা থানায় একটি মামলা হয়েছে। এ মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেএমবি’র সক্রিয় সদস্য বলে র্যাবের কাছে স্বীকার করে। তারা বিভিন্ন সময় জেএমবি’র নাশকতা মূলক কর্মকান্ড বাস্তবায়নের পরিকল্পনার সঙ্গে জড়িত ছিল বলে র্যাব সূত্র জানায়। তারা দীর্ঘদিন যাবৎ সংগঠনের জন্য অর্থ সংগ্রহের কাজ করতো।