সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বড়মাঝ দখিনা গ্রামে অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। যাদের কাছ থেকে ৫০পিস ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে র্যাব।
আটককৃতরা হলেন- তাড়াশ উপজেলার ভগলমান গ্রামের মো. আ. কুদ্দুসের ছেলে মো. আরশাফুল ইসলাম(২৭), একই উপজেলার বড়মাঝ দখিনা গ্রামের শ্রী স্বপন কুমার (৫০) ও তার স্ত্রী সাবেত্রী (৪৮)।
র্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যার দিকে বড়মাঝ দখিনা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও ২টি মোবাইলসেট জব্দ করা হয়।
এ ব্যাপারে তাড়াশ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সূত্র: ইউএনবি