চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন শিকলবাহা ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ মো. তানভীর নামে একজনকে আটক করেছে র্যাব-৭।
বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব। র্যাব জানায়, ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে, কর্ণফুলি থানাধীন শিকলবাহা ক্রসিং এলাকায় জামাল শাহ্ হোটেলের সামনে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি এবং যাত্রী তল্লাশী শুরু করে র্যাব।
এসময় এক বাসযাত্রী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে আটক করে। পরে আটককৃত আসামীর ব্যাগ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি