জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
দুপুরে, জয়পুরহাটে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ছোট যমুনা নদীর বাম তীর বন্যা নিয়ন্ত্রণ এলাকার ৩ কিলোমিটারে বিভিন্ন ঔষধি, ফলদ ও বনজ গাছের চারারোপণ করেন, জয়পুরহাট-১ আসনের সাংসদ অ্যাডভোকেট সামছুল আলম।
এদিকে, পটুয়াখালীতে জেলা প্রশাসনের আয়োজনে এবং বিভাগীয় প্রশাসন বরিশালের সার্বিক তত্বাবধায়নে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, বরিশাল বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার।
এছাড়া, মাদারীপুর ও নড়াইলেও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি