নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় শীতলক্ষ্যা নদীতে ডুবে মারা যাওয়া দুই শিক্ষার্থী হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।
সকালে, বন্দর প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত ১০ আগস্ট বন্দরের ইস্পাহানী ঘাট এলাকায় স্থানীয় দুই গ্রুপ কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় একপক্ষের হামলায় নদীতে ডুবে নিহাদ ও জিসান মারা যায়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি