জামালপুর জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মৃত কাঞ্চন কুমার পোদ্দার (৬০) সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজারের ব্যবসায়ী।
জামালপুর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. মাহফুজুর রহমান সোহান জানান, বুধবার নমুনা পরীক্ষায় কাঞ্চন কুমারের করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর থেকে তিনি হোম আইসোলেশনে ছিলেন। তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়াসহ শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার দুপুরে তাকেজামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজের করোনা আইসোলেশন ইউনিটে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মনজুরুল আহসান সিফাত বিকাল সোয়া ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে তার শেষকৃত্য সম্পন্ন করেন। এ নিয়ে সরিষাবাড়ী উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে পাঁচজনসহ জেলায় মোট ২০ জন মারা গেছেন।
এ দিকে জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস জানান, বৃহস্পতিবার শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে জামালপুর সদর উপজেলায় ১২ জন, ইসলামপুরে চার, মাদারগঞ্জে দুই, সরিষাবাড়ী ও দেওয়ানগঞ্জ উপজেলায় একজন করে রয়েছেন।
তিনি আরও জানান, বৃহস্পতিবার নতুন শনাক্তসহ এ পর্যন্ত জামালপুর জেলায় আক্রান্ত হয়েছেন ১১৪০ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৩৫ জন এবং মারা গেছেন ২০ জন। বর্তমানে হাসপাতালে এবং হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২৮৫ জন। সূত্র: ইউএনবি