কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া সীমান্ত এলাকা থেকে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
টেকনাফ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডিং কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ ফয়সাল হাসান খান জানান, ইয়াবার বড় চালান নিয়ে মাদক ব্যবসায়ীরা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল।
খবর পেয়ে বিজিবি সদস্যরা শনিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ওমর খাল এলাকায় অবস্থান নেয় বিজিবি সদস্যরা। তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা।
পরে ঘটনাস্থল থেকে ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ১১.৭ কোটি টাকা, বলেও জানান তিনি। সূত্র: ইউএনবি