স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে, আলোচনা সভা ও দোয়া মাহাফিল হয়েছে।
দুপুরে, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে এ আয়োজন করা হয়। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল ফোরকান আহমদের সভাপতিত্বে, এতে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে বক্তব্য রাখেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সচিব মো. শহীদ উল্লা খন্দকারসহ কক্সবাজারের মুক্তিযোদ্ধা ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এসময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ সাইমুম সরওয়ার কমল, জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা আহমদ চৌধুরীসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি