ময়মনসিংহের ফুলপুরে মঙ্গলবার সকালে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে এক শিশু, ৫ নারী ও দুজন জন পুরুষ থাকলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী জানান, ময়মনসিংহ থেকে শেরপুরগামী মাইক্রোবাসটি সকাল পৌনে ৮টার দিকে ফুলপুরের বাশাটি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৮ জনের মরদেহ উদ্ধার করেছে বলে জানান তিনি।
মাইক্রোবাসটিতে মোট ১৪ জন যাত্রী ছিল উল্লেখ করে ওসি জানান, শিশুসহ ৮ জনের মরদেহ এবং দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে কাজ চলছে। সূত্র: ইউএনবি