২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে তৃণমূল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম।
সকালে, চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম মহাসচিব খোরশেদ আলম, ভাইস চেয়ারম্যান ফরিদুল আলম, আব্দুস সোবাহান, দিলীপ দাসসহ আরো অনেকে।
এসময় বক্তারা একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি