ভোলা ও বরগুনায় জোয়ারের কারণে সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। নতুন করে প্লাবিত হচ্ছে তীরবর্তী এলাকা। তলিয়ে গেছে কয়েক হাজার একর জমির মাছের ঘের।
ভোলায় মেঘনার পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। জোয়ারের চাপে ৪ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্লাবিত হয়েছে ভোলা সদর, বোরহানউদ্দিন ও দৌলতখানের অন্তত ২৫টি গ্রামের হাজারো মানুষ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট।
এদিকে, উপকূলীয় জেলা বরগুনায়, টানা কয়েকদিনের বৃষ্টির প্রভাবে, বিষখালী নদীর জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙে বরগুনা শহরসহ ১০টি গ্রাম প্লাবিত হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি