বগুড়ার শেরপুর থানার দলিল গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ আব্দুল আজিজ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
সকালে, এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিরাজগঞ্জ র্যাব-১২। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ র্যাবের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুল রহমানের নেতৃত্ব অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাঁজাসহ আব্দুল আজিজকে গ্রেফতার করা হয়।
পরে এ বিষয়ে শেরপুর থানায় মাদক বিরোধী আইনে একটি মামলা দায়ের করে র্যাব।
নিউজ ডেস্ক/বিজয় টিভি