নওগাঁয় অটো চার্জার টমটম ছিনতাইকারীর সক্রিয় ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
ভোররাতে, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
দুপুরে, সদর মডেল থানা চত্বরে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া এ তথ্য জানান। তিনি জানান, গত ১৯ আগস্ট মান্দার ভোলা বাজার থেকে রাসেল নামে একজনের অটো চার্জার, আসামিরা ছিনতাই করে নিয়ে যায়।
এ ঘটনায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মামলা দায়ের করলে, সেই মামলার প্রেক্ষিতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অটো চার্জারসহ ওই চার আসামিকে গ্রেফতার করে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি