ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর জোয়ারের পানি কমতে শুরু করেছে। নতুন করে জোয়ারের পানিতে প্লাবিত না হওয়ায় স্বস্তি ফিরেছে জেলাবাসীর মাঝে।
এদিকে, চলতি বছর জোয়ারে আর নদীর পানি বাড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। গত কয়েকদিন ধরে বিকেল ৪টার মধ্যে কিছু কিছু এলাকা নদীর জোয়ারের পানিতে তলিয়ে যেত।
কিন্তু গতকাল বিকেলে থেকে সেসব এলাকা নতুন করে আর প্লাবিত হয়নি। তবে কিছু কিছু এলাকায় জোয়ারের উপচেপড়া পানি নদীতে নামাতে পারছে না জেলে-কৃষক, সাধারণ মানুষ। ফলে এসব এলাকার কৃষি জমির ফসল ও আমনের বীজতলা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি