সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নেবুবুনিয়ায় ভাঙনকবলিত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
মঙ্গলবার সকালে তিনি প্লাবিত এলাকা পরিদর্শন ও স্থানীয়দের খোঁজখবর নেন। এসময় জেলা প্রশাসক নেবুবুনিয়ার ভাঙনকবলিত বেড়িবাঁধ সংস্কারে স্বেচ্ছাশ্রমে কাজে নামা এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, উপকূলের মানুষের প্রাণ শক্তিই সবচেয়ে বড় শক্তি। এই দুর্যোগকালে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। আগামী শুষ্ক মৌসুমে সেনাবাহিনী টেকসই বাঁধ নির্মাণের কাজ শুরু করবে বলে স্থানীয়দের জানান তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি